‘পর্যটক এক্সপ্রেসের’ সঙ্গে পিলারবোঝাই ট্রলির সংঘর্ষ

চাটগাঁ নিউজ ডেস্ক:  নগরীর কাপ্তাই রাস্তা মাথা এলাকায় কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে পিলারবাহী একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে। শুক্রবার (১ নভেম্বর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে যাবার সময় চান্দগাঁও আবাসিকের বিপরীতে পৌঁছালে ট্রেন আসার আগেই লরিটি রেললাইনে উঠে যায়। এরপর ট্রেনের সাথে গার্ডার বোঝাই লরির ট্রাকের ধাক্কা লেগে ছিটকে পড়ে। ট্রেনটি হঠাৎ থেমে যায়।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. মনিরুজ্জামান।

তিনি বলেন, ষোলশহর ও জানআলী হাট স্টেশনের মাঝামাঝি স্থানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ড্রেনের কাজ চলমান রয়েছে। এমতাবস্তায় আজ দুপুরে পিলারবাহী একটি ট্রলি ওই এলাকায় পিছন দিকে ঘুরানোর সময় রেল লাইনে ওঠে যায়। এ সময় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস চলে আসলে ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। তবে ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি। কিন্তু ট্রেনটির ইঞ্জিনের (লোকোমোটিভ ৩০২৩) সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরে রেলওয়ে স্টেশনের লোকজন এসে দুর্ঘটনাকবলিত লরিটি রেললাইন থেকে সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেনটি পুনরায় সচল হয়। এতে প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে বলেও জানা যায়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top