বাঁশখালী প্রতিনিধিঃ বাঁশখালীতে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না আরকানুল ইসলাম নামে এক পরীক্ষার্থীর। ঘাতক ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই না ফেরার দেশে পাড়ি জমালেন আনোয়ারা বেগম স্কুল এন্ড কলেজের এক ছাত্র।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার শীলকূপ ইউনিয়ন ১নং ওয়ার্ড নুরু মার্কেট সংলগ্ন গন্ডামারা শীলকূপ সীমান্ত ব্রিজের পূর্ব পাশে এ সড়ক দুর্ঘটনাটি হয়। এই ঘটনায় অটোরিকশা চালক রিদুয়ানুল হকসহ একই স্কুলের আরো ৩ শিক্ষার্থী গুরতরভাবে আহত হয়। তারা হলেন, উম্মে হাবিবা, হাবিবা বিন্তে নূরী ও মিফতাহুল জান্নাত।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ এসএসসি পরীক্ষা শেষে প্রতিদিনের মত তারা সিএনজি করে বাড়ি যাওয়ার পথে গন্ডামারা ব্রিজের পূর্ব পাশে গিয়ে পৌছালে তাদের সামনে থাকা একটি চাউল বোঝাইকৃত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পরীক্ষার্থীদের বহনকারী অটোরিকশার ওপর উল্টে পড়ে। তারা সবাই বাঁশখালী আর্দশ উচ্চ বিদ্যালের পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলো।
জানা যায়, নিহত এসএসসি পরীক্ষার্থী আরকানুল ইসলাম গন্ডামারা ইউনিয়নের ১নং ওয়ার্ড মাতব্বর বাড়ির জাকের আহমদের পুত্র। আহতরা বাঁশখালী সদর উপজেলা হাঁসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/এসবিএন