পরিচয় মিলেছে পটিয়া থেকে উদ্ধার সেই অজ্ঞাত মরদেহের

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ার কৃষি জমি থেকে উদ্ধার হওয়া সে অজ্ঞাত মহিলার পরিচয় পাওয়া গেছে।  রেহেনা আকতার (৩৫) নামে ওই মহিলা একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।

সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়লিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আশ্চর্য পাড়া শ্মশানের পাশে একটি কৃষি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কালারপোল এলাকার আবদুস ছালামের কন্যা। আজ সকালে তার পরিবারের মাধ্যমে উদ্ধারকৃত মরদেহের পরিচয় সনাক্ত করেছে পুলিশ।

এর আগে স্থানীয়ারা ওই নারীর মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। স্থানীয়রা জানান, বড়লিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ প্রদীপ মরদেহটি দেখতে পেয়ে তাৎক্ষণিক পটিয়া থানার ওসিকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বড়লিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আশ্চর্য পাড়া শ্মশানের পাশে সুনীল মাস্টারের কৃষি জমিতে এ নারীর মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাতেই পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করছেন। এসময় মরদেহটির পরিচয় উদ্ঘাটনের লক্ষ্যে আশপাশের লোকজনদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে রাতে মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। থানায় মরদেহটি উদ্ধার করে নিয়ে এসে সুরতহাল রিপোর্টের পর ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় রাতেই।

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম বলেন, আজ মঙ্গলবার সকালে পরিবারের সহায়তায় ওই নারীর পরিচয় সনাক্ত করা হয়।

প্রাথমিকভাবে ওই নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনতগত প্রক্রিয়া চলছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

সাম্প্রতিক সব খবর পেতে ভিজিট করুন…

Scroll to Top