পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুমকি পিনাকির, কিন্তু কেন?

চাটগাঁ নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের এক প্রকার হুমকি দিয়ে রাখলেন অনলাইন এক্টিভিটিস পিনাকি ভট্টাচার্য। কিন্তুু কেন এই হুমকি? তবে কি ড. ইউনূসকে আর চান না প্রধান উপদেষ্টা হিসেবে?

কিন্তুু তার দেওয়া ভিডিও বার্তা এনালাইসিস করে দেখা গেছে তিনি বরং প্রধান উপদেষ্টার ভালোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে চান।

ভিডিও বার্তায় ড. পিনাকি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো: জসিম উদ্দিনের অপসারণের দাবি জাানিয়েছেন প্রধান উপদেষ্টা বরাবর।

তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে  সোমবার (৩ মার্চ) রাতে এক ভিডিও বার্তায় তিনি এ দাবি জানান।

ভিডিও বার্তায় পিনাকি বলেন,  মো: জসিম উদ্দিন (বিসিএস, ২৭তম) একজন অযোগ্য ব্যক্তি। তিনি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের একজন দালাল। শেখ হাসিনাকে তেল মেরে মেরে তিনি পদোন্নতি পেয়েছেন। তিনি কোনো প্রকারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পদে থাকার যোগ্যতা রাখেন না।

জসিম উদ্দিনের আদ্যোপান্ত তুলে ধরে পিনাকি আরো বলেন, এই সচিব ভারতের প্রকাশ্য দালাল। অনেক সচিবকে পদবঞ্চিত করে তিনি এই পদ দখল করেছেন। তিনি একজন বেঈমান। অবিলম্বে তার অপসারণ করা লাগবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি অনুরোধ জানিয়ে পিনাকি আরো বলেন, ড. ইউনূস স্যার আপনি অতি দ্রুত এই আওয়ামী দালাল মো: জসিম উদ্দিনকে অপসারণ করুন। নাহয় অতি শিগগিরই আমি ছেলেপেলে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবো। তখন আমার কোনো দোষ দেয়া যাবেনা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top