পররাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে আলী আকবর সড়কের উদ্বোধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় বীর মুক্তিযোদ্ধা আলী আকবর সড়কের উদ্বোধন করা হয়েছে। রাঙ্গুনিয়ার সাংসদ পররাষ্ট্রমন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি’র বিশেষ উদ্যোগে বেহাল সড়কটি উন্নয়ন করে একজন বীর মুক্তিযোদ্ধার নামে নামকরণ করেন। একদিকে দীর্ঘদিন পর সড়কের উন্নয়ন এবং অন্যদিকে স্থানীয় একজন বীর মুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরণ করায় উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকালে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকোশলী মো. দিদারুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ মাষ্টার, শামসুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জলিল কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম সুজন, মো. হোসেন, জমির হোসেন, মাওলানা রেজাউল করিম, আবিল বয়ান, আব্দুস শুক্কুর, নজরুল ইসলাম, মো. হোসেন, নুরুল আজিম বাবুল, মো. হারুন।

আরো ছিলেন ইউপি সদস্য মাহবুবুল আলম, রফিকুল ইসলাম, নুরুল আলম, শহিদুল ইসলাম, দিদারুল আলম খোকন, শিরিন আকতার, প্রাক্তন ইউপি সদস্য নাজের মেম্বার, শহিদুল্লাহ, যুবলীগ নেতা মঈনুদ্দিন মহির, খোরশেদ আলম, মো. সেলিম, মো. হাছান, মো. সাগর, জানে আলম জনি, মো. মাহাবু, মো. রুবেল, ওবাইদুল্লাহ, মাহবুবুল আলম, মো.  কাশেম, ছাত্রনেতা বেলাল তালুকদার, আব্দুল্লাহ মাসুদ, আরমান ইয়াছির, সাহেদ আকিব, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে আবুল কাশেম, মো. দেলোয়ার প্রমুখ।

এসময় মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top