পরকীয়ার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন, গ্রেপ্তার ১

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ইপিজেড থানার দক্ষিণ হালিশহর এলাকায় পরকীয়ার জের ধরে মো. আইয়ুব নবী সাগর (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে অপর বন্ধু সিজান (২৫)।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টায় ইপিজেড থানার ৩৯ নম্বর ওয়াডের দক্ষিণ হালিশহর এলাকার সিডিএ বালুর মাঠ এলাকায় ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানায়, নিহত মোহাম্মদ আইয়ুব নবী প্রকাশ সাগর একই থানাধীন আকমল আলী সড়কে ভাড়া বাসায় স্ত্রীসহ বসবাস করতেন। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি গ্রামে। আটক মো. সিজান (২৫) ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকার রানী ভবনের গলির টেন্ডলের বাড়ির মৃত আলমগীরের ছেলে। তিনি হোটেলে কারিগর হিসেবে কাজ করলেও সম্প্রতি বেকার ছিলেন।

এই খুনের ঘটনার তিন ঘণ্টার মধ্যে জড়িত মো. সিজানকে আটক করেছে পুলিশ। এছাড়া উদ্ধার করা হয়েছে হত্যার কাজে ব্যবহৃত একটি ছুরি। খুনের পরিকল্পনাকারী সাইমন নামে একজন এখনো পলাতক আছে। নিহত আইয়ুব নবী হোটেল শ্রমিক বলে জানায় পুলিশ।

আইয়ুব নবী সাগরের সাথে খুনের পরিকল্পনাকারী সাইমনের স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক আছে—দীর্ঘদিন ধরে এমন সন্দেহ করতেন সাইমন। এই সন্দেহের বশবর্তী হয়ে সাগরকে খুনের পরিকল্পনা করে সম্প্রতি সাইমন। পরিকল্পনা মোতাবেক মঙ্গলবার সাগরকে সিডিএ বালুর মাঠ এলাকায় নিয়ে ছুরিকাঘাত করেন আটক সিজানসহ কয়েকজন। পরে তার মৃত্যু নিশ্চিত করে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোহাম্মদ আখতার উজ্জামান বলেন, পরকীয়ার জেরে আইয়ুব নবী নামে এক বন্ধুকে অপর বন্ধু খুন করেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ৩৯ নম্বর ওয়ার্ডের সিডিএর বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই আমরা অভিযান চালিয়ে ঘাতক সিজারকে গ্রেপ্তার করেছি। সাইমন নামে একজন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিয়ান অব্যাহত আছে। এ ঘটনায় ভিকটিমের বাবা তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ভিকটিম এবং আসামিরা একে অপরের বন্ধু। তাদের কারোরই নির্দিষ্ট কোনো পেশা ছিল না। তারা কখনো হোটেলে কখনো কারখানায় কাজ করত।

পুলিশ জানায়, ভিকটিমের শরীরের বিভিন্ন জায়গায় চারটি ছুরিকাঘাত করা হয়েছে। ছুরিটি জব্দ করা হয়েছে। সিজানকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে সাইমনের স্ত্রীর সঙ্গে ভিকটিম সাগরের পরকীয়ার সম্পর্ক রয়েছে—এমন সন্দেহের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশকে জানিয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন/জেএইচ

Scroll to Top