পথে পথে রক্তবমি, পাওয়া গেল হাতির মরদেহ

চাটগাঁ নিউজ ডেস্ক : কক্সবাজারের উখিয়ার গহীন পাহাড়ে একটি পুরুষ বন্যহাতির মৃত্যু হয়েছে। বনবিভাগের লোকজন বলছে, রক্তবমিজনিত কারণে আনুমানিক ৪০ বছর বয়সী হাতিটির মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে হাতিটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. নূরুল ইসলাম জানান, হাতিটি শারীরিকভাবে অসুস্থতার কারণে মারা গেছে বলে মনে হয়েছে। পুরুষ হাতিটির মুখ দিয়ে রক্তবমি বের হয়েছে। হাতির চলার পথে প্রায় ১.৫ কিলোমিটার পর্যন্ত রক্ত বমি দেখা গেছে।

তিনি বলেন, সন্ধ্যার দিকে হাতিকে মাটিচাপা দেওয়া হয়। ময়নাতদন্তের আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ বিস্তারিত জানা যাবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top