পতেঙ্গা সমুদ্র সৈকতে ফের অবৈধ দোকানপাট উচ্ছেদ

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য ফিরিয়ে আনতে আবারও উচ্ছেদ অভিযান চালিয়েছে চিট্টগ্রাম সিটি কর্পোরেশন।

সোমবার (৭ জুলাই) সকাল থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত এ অভিযানে ১৫ থেকে ২০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে অংশ নেয়া বুলডোজার দিয়ে একে একে ভেঙে ফেলা হয় দোকানপাটসহ অবৈধ স্থাপনা। বিচ ম্যানেজমেন্ট উপ-কমিটি জানিয়েছে, সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা বলেন, আজ আমরা ১৫ থেকে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। পতেঙ্গা সৈকতকে সবার জন্য উন্মুক্ত রাখতে চাই। দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারেন, সেটিই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, দখলদারদের কারণে দর্শনার্থীরা অতিষ্ঠ হয়ে পড়ছিলেন। সৈকতের সৌন্দর্য ও নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পতেঙ্গা সৈকত চট্টগ্রামের একটি অন্যতম পর্যটন কেন্দ্র, যেখানে প্রতিদিনই হাজারো মানুষ স্বস্তি খুঁজে আসেন। কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে, সমুদ্রের মায়াবি দৃশ্য উপভোগে এখানে ভিড় করেন নগরবাসী ও পর্যটকরা।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী জানান, বারবার উচ্ছেদ অভিযান চালানোর পরও আবার নতুন করে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়। এতে সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে। পতেঙ্গা সৈকতকে নিরাপদ, আকর্ষণীয় এবং নান্দনিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top