পতেঙ্গায় লরির ধাক্কায় প্রাণ গেল এক জেলের

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পতেঙ্গায় মুসলিমাবাদ জেলেপাড়ার ঘাট সংলগ্ন মেইন রোডে লড়ির ধাক্কায় মনির উদ্দিন (২৪) নামে জেলের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত মনির উদ্দিনের বাড়ি আনোয়ারা উপজেলার গহিরা পশ্চিম পাড়ায়। তিনি মৃত বদিউল আলম ও ফরিদা বেগমের ছেলে। ঘটনার দিন তিনি এপি মুসলিমাবাদ জেলেপাড়া এলাকার খুরশিদা ভিলায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মনির উদ্দিন রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি লরি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক লরিটি জব্দ ও চালককে শনাক্তের চেষ্টা চলছে বলে জানায় পতেঙ্গা থানা পুলিশ।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top