পড়া হয়েছে: ৫২
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার কাটগড় মোড় এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে কাটগড় মোড় শিব ও কালী মন্দিরের পাশেএলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত বৃদ্ধের নাম-পরিচয় জানা যায়নি। বাসটি জব্ধ করা হয়েছে কিন্তু চালক পালিয়ে গেছে।
তথ্যটি নিশ্চিত করে পতেঙ্গা থানার ওসি মো. মাহফুজুর রহমান বলেন, ‘স্থানীয়রা জানিয়েছে, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক বৃদ্ধকে পেছন থেকে একটি বাস চাপা দেয়। বাসটিকে জব্ধ করা হলেও চালক পালিয়ে যায়। মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত বৃদ্ধের পরিচয় এখনও জানা যায়নি।’
চাটগাঁ নিউজ/এসআইএস