পড়া হয়েছে: ৩২
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় বিমান বন্দরের সড়কের মোড়ে বাটারফ্লাই সংলগ্ন পুকুরে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেছে। এতে ৫ জন পথচারী লরির নিচে চাপা পড়ে।
শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয়রা ৪ জন পথচারীকে উদ্ধার করতে পারলেও এক শিশু নিখোঁজ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪১ নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা ওয়াহিদ চৌধুরী বলেন, সাড়ে ৮টার দিকে পতেঙ্গা থেকে আসা একটি কনটেইনারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় ৫ পথচারী লরির নিচে চাপা পড়ে। আমরা ৪ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে এখনও একজন শিশু নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ