পড়া হয়েছে: ৩৮
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা সৈকতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
আজ বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে পতেঙ্গা সৈকত জোনে ওয়াকওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
পতেঙ্গা থানার উপ পুলিশ পরিদর্শক আশীষ দে বলেন, পতেঙ্গা সৈকতে একজন নিহত খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। আরও একজন আহত হয়েছে।
তবে আহত নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এসআইএস