পতেঙ্গায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় কাভার্ডভ্যানের চাপায় মো. মনজুর আলম (৩৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে পতেঙ্গা কমিউনিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মনজুর পূর্ব কাটগড় এলাকার শুক্কুর আলমের পুত্র।

জানা যায়, বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাইক আরোহী মারা যান। এ সময় বাইকে থাকা নিহত ব্যক্তির স্ত্রী অক্ষত থাকলেও তাঁদের সঙ্গে থাকা শিশুটি হাতে হালকা আঘাত পেয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর ট্রাফিক বিভাগের পশ্চিম অঞ্চলের ডিসি (ট্রাফিক-পশ্চিম) নিস্কৃতি চাকমা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top