পড়া হয়েছে: 38
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে খেজুরতলা পয়েন্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, আনুমানিক ৩৫ বয়সী ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেয়। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
চাটগাঁ নিউজ/এমকেএন