পড়া হয়েছে: ৫৫
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ঝিলের পাড়ে পরিত্যক্ত অবস্থায় দুটি কাটা রাইফেল উদ্ধার করেছে পতেঙ্গা থানা পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
শুক্রবার (২৮ জুন) দুপুরে দক্ষিণ পতেঙ্গার ফুলছড়িপাড়ায় একটি ঝিলের পাড় থেকে এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, খবর পেয়ে ঝিলের পাড়ে পরিত্যক্ত অবস্থায় দুটি কাটা রাইফেল উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো কে বা কারা সেখানে রেখেছে এখনো জানা যায় নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।
চাটগাঁ নিউজ/এসএ