পড়া হয়েছে: ২৮
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পতেঙ্গা থানার সামনে জুট বোঝাই একটি চলন্ত ট্রাক কাত হয়ে সড়কের পাশে পড়ে যায়, এতে ট্রাক চালক আহত হয়।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর দুইটায় বন্দর নগরীর পতেঙ্গা থানার সামনে ঘটনাটি ঘটে। সিমেন্ট ক্রসিং থেকে পতেঙ্গামুখী কর্ণফুলী ইপিজেড ক্রসিংয়ের পাশে চট্টগ্রাম ট ০৫-০৪৫৪ নাম্বারধারী ট্রাকটি চলন্ত অবস্থায় টায়ার পাংচার হয়ে কাত হয়ে পড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ওসি মোঃ কবিরুল ইসলাম বলেন, থানার সামনেই এ ঘটনাটি ঘটে, ট্রাকটি চলন্ত অবস্থায় কাত হয়ে পড়ে যায়, এতে ট্রাক ড্রাইভার আহত হয়। তাৎক্ষণিক ড্রাইভারের পরিচয় সনাক্ত করা যায়নি। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে হাসপাতালে পাঠিয়েছে।