পতেঙ্গায় ছুরিকাঘাতে যুবক খুন, আটক ৪

মোটরসাইকেলের বিকট আওয়াজ নিয়ে বিরোধ

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গার সি-বীচ এলাকায় ছুরিকাঘাতে মো. মনিরুজ্জামান রাফি (২৬) নামে এক যুবকেক হত্যা করা হয়েছে।

মোটরসাইকেলের সাইলেন্সার পাইপের বিকট শব্দ কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে তাকে হয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।

আজ রবিবার (৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, বিকট আওয়াজে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে প্রথমে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি সমাধান হয়। এর ঘণ্টাখানেক পর এক পক্ষের কয়েকজন যুবক প্রতিশোধ নিতে টানেলের মুখে ওঁৎপেতে থাকে। এ সময় প্রতিপক্ষ গ্রুপের লোকজন আসার সময় তাদের ওপর হামলা চালায়।

নিহত রাফি বন্দর থানাধীন উত্তর হালিশহর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, মোটরসাইকেলের বিকট আওয়াজ নিয়ে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়ায়। এই ঘটনার জেরে ভোর সাড়ে ৪টার দিকে রাফি নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/এসআইএস

Scroll to Top