পতেঙ্গায় কোস্টগার্ডের হানা, ৯৯৫ বস্তা সারসহ কাঠের বোট ধরা

চাটগাঁ নিউজ ডেস্ক : পতেঙ্গা বহির্নোঙরের ২ নম্বর বয়ার কাছে ৯৯৫ বস্তা ইউরিয়া সার ও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ কাঠের বোট জব্দ করেছে কোস্টগার্ড পূর্ব জোন।

সোমবার (৬ জানুয়ারি) রাত ১১টার দিকে এ অভিযান চালানো হয়।

অভিযানে ৯৯৫ বস্তা ইউরিয়া সার, ৫৪ ব্যাগ সিমেন্ট, ৮৪ লিটার পেইন্ট ও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া গেছে।

কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. (বিএন) শাকিব মেহবুব এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পতেঙ্গা বহির্নোঙরের ২ নম্বর বয়ার কাছে বিপুল পরিমাণ ইউরিয়া সার, সিমেন্ট, পেইন্ট ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পাচার হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে অপারেশন সুরক্ষায় নিয়োজিত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ ‘তানভীর’ রাত আনুমানিক ১১টায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ২ নম্বর বয়ার কাছে সন্দেহজনক একটি কাঠের বোট দৃষ্টিগোচর হলে কোস্ট গার্ড জাহাজ থামার সংকেত দেয়। পাচারকারীরা সংকেত অমান্য করে পারকির চর এলাকায় বোটসহ সব পণ্য রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বোটটি তল্লাশি করে ৯৯৫ বস্তা ইউরিয়া সার, ৫৪ ব্যাগ সিমেন্ট, ৮৪ লিটার পেইন্ট ও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বোটটি জব্দ করা হয়।

জব্দ করা পণ্য ও বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top