পটিয়া থানার নতুন ওসি হিসেবে যুযুৎসু চাকমাকে পদায়ন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুরকে প্রত্যাহারের পর তার স্থলে পদায়ন করা হয়েছে চন্দনাইশ থানার তদন্ত কর্মকর্তা যুযুৎসু যশ চাকমাকে।

তিনি গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানা গেছে।

এর আগে, ১ জুলাই রাতে রাঙামাটি জেলা ছাত্রলীগের সহসভাপতি দীপংকরকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আটক করে পটিয়া থানায় সোপর্দ করে। এ সময় থানায় পুলিশের সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে শুরু হয় হাতাহাতি, সংঘর্ষ ও লাঠিচার্জ।

এ ঘটনার পরপরই ২ জুলাই সারাদিনব্যাপী ‘বৈষম্যবিরোধী ছাত্র জনতা’ সংগঠনের নেতৃত্বে থানা ঘেরাও ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। ফলে পুরো এলাকায় তীব্র যানজট ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জনসন্তোষ ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী, ২ জুলাই রাত সাড়ে ১০টার দিকে ওসি আবু জায়েদ মো. নাজমুন নুরকে তার পদ থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।

৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদ পটিয়া থানায় উপস্থিত হয়ে নতুন ভারপ্রাপ্ত ওসি হিসেবে যুযুৎসু যশ চাকমাকে পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি চলমান পরিস্থিতি ও পুলিশের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

নতুন ওসি যুযুৎসু যশ চাকমা দায়িত্ব গ্রহণের পর স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক কর্মী ও সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সকলের সহায়তায় পটিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top