পটিয়া প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, বর্তমান শেখ হাসিনার সরকার মাছের উৎপাদন বাড়িয়ে দেশকে খাদ্যে স্বংয়সম্পূর্ণ করেছেন। বিভিন্ন আইন প্রণয়ন ও প্রয়োগের মাধ্যমে সাগরে মাছের উৎপাদন বাড়িয়েছেন। তেমনি দেশের বিভিন্ন মানুষকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন পুকুর জলাশয়ে অধিক পরিমাণে মাছ উৎপাদন হওয়ায় বর্তমানে মানুষ প্রচুর পরিমাণে মাছ খেতে পারছেন।
গত মঙ্গলবার পটিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে এ দিবস উপলক্ষে র্যালী ও উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন এর সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন কুমার চন্দ্র দে’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) রাকিবুল ইসলাম, পটিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার, ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ ইলিয়াছ, জিরি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু।