পটিয়ার পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় পুকুরে ডুবে মোহাম্মদ রাফসান (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাফসান হাইদগাও ইউনিয়নের ফকিরপাড়া এলাকার করিম ও ঝিনু আক্তার দম্পতির সন্তান।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার হাইদগাও ইউনিয়নের ৪নং ওয়ার্ড মরাখাল ফকিরপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু রাফসানের মা ঘরের কাজকর্মে ব্যস্ত থাকেল শিশু রাফসান খেলতে খেলতে ঘরের পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়, পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, হাইদগাও ইউনিয়নে পুকুরে ডুবে শিশু মৃত্যুর বিষয়ে তিনি অবগত নন।

চাটগাঁ নিউজ/পিবলু/এমকেএন

Scroll to Top