পটিয়ার ছাত্রলীগ নেতা নগরে গ্রেফতার

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগের পটিয়া পৌরসভা আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মোঃ সাজ্জাদ হোসেন (২৪) কে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। গ্রেফতার মোঃ সাজ্জাদ হোসেন পটিয়া পৌরসভা কাগজিপাড়ার মীর মোহাম্মদ হারুনের ছেলে।

মঙ্গলবার (১ জুলাই) সকালে শহরের নতুন ব্রিজ এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা করা নিয়ে বাকলিয়া থানায় হওয়া একটি মামলা তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো ব্যবস্থা করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top