‘পটিয়ায় হাসপাতাল করতে যত জায়গা লাগুক টাকা লাগুক আমি দিব’
কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুল রহমান

চাটগাঁ নিউজ ডেস্ক: দক্ষিণ চট্টগ্রামে একটি সরকারি হাসপাতালের গুরুত্ব অনুধাবন করে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুল রহমান বলেছেন— ‘পটিয়ায় একটি সরকারি হাসপাতাল জরুরি ভিত্তিতে প্রয়োজন। এখানে যত জায়গা লাগুক টাকা লাগুক আমি দিব বলেছি। ৫০ কানি জায়গা দিতেও আমার আপত্তি নেই। সরকার কেবল এখানে হাসপাতাল করার উদ্যোগ নিক’।

সিপ্লাস টিভির এডিটর ইন চীফ আলমগীর অপুর এক সাক্ষাতকারে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সাক্ষাতকারে খলিলুর রহমান বলেন, আমি এই ৮০ বছর বয়সেও প্রতি শুক্রবারে গ্রামে যাই আমার বাবা-মায়ের কবর জেয়ারত করতে। পাশাপাশি গ্রামের গরীব দুখী মানুষদের যতটুকু পারি সাহায্য সহযোগিতা করি। আশা করছি আমার সন্তানেরাও এটার ধারাবাহিকতা ধরে রাখবে। কারণ তাদের দেখলে আমার বাবার কথা মনে পড়ে। তিনি সামান্য একটা মুদির দোকানদার ছিলেন। কত কষ্ট করে আমাদের বড় করেছেন। আমিও জীবনে কম কষ্ট করেনি।

বিস্তারিত সিপ্লাস টিভিতে…….

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top