পটিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হিরুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: পটিয়ার রশিদাবাদ গ্রামে শোভন্দণ্ডী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড মেম্বার ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শামশেদ হিরুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের বক্স আলী ফকির বাড়ির মৃত মোঃ শুক্কুর মেম্বারের পুত্র। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আজ শুক্রবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে পুলিশ তার শয়নকক্ষ থেকে তার লাশটি উদ্ধার করে।

তার মৃত্যু নিয়ে পরিবার ও এলাকাবাসীর মধ্যে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। তার এ মৃত্যুকে অনেকে আত্মহত্যা বললেও অনেকে সেটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও দাবি করছেন।

স্থানীয়রা জানায়, পটিয়া সরকারী কলেজ ছাত্র‍লীগের সাবেক সাংঠনিক সম্পাদক শামশেদ হিরু রাত ১১টা পর্যন্ত স্থানীয় একটি চায়ের দোকানে গল্প করেন। তার বিরুদ্ধে থানায় মামলা থাকার কারণে সে রাতে তার বসত ঘরে না থেকে পার্শ্ববর্তী একটি ঘরের কাচারি ঘরে থাকতো। প্রতিদিনের মতো সকাল ৬টার দিকে তার স্ত্রী তাকে ডাকতে গিয়ে সাড়া শব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে দিয়ে দেখে সে রশিতে ঝুলছিল।

পরে দরজা ভেঙে দেখতে পায় তার বুকে রক্তও রয়েছে। এসময় পুলিশ খবর পেয়ে উদ্ধার করে তার লাশটি থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে পটিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, আত্মহত্যা করলে অনেক সময় নাক দিয়ে রক্ত বের হয় হয়। পোস্টমর্টেম রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top