পটিয়ায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের (পটিয়া-১২) আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে পটিয়া থানার দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন-এসআই সনজয় ঘোষ ও এএসআই মো. জিয়াউল হক জিয়া।

আজ সোমবার (১ জানুয়ারি) প্রত্যাহার হওয়া এ দুই পুলিশ কর্মকর্তাকে জেলা পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগের বিষয়ে আমার জানা নেই। এসপি স্যারের আদেশে তাদের প্রত্যাহার করা হয়েছে। এর আগে একই অভিযোগে পটিয়া থানার ওসি নেজাম উদ্দিনকে প্রত্যাহার করা হয়।

জানা যায়, তাদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর পক্ষ নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের ঘরে ঘরে গিয়ে বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ ওঠে।

এরই পরিপ্রেক্ষিতে গত ২৯ ডিসেম্বর নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী প্রধান নির্বাচন কমিশনার বরাবরে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সোলাইমান, এসআই সনজয় ঘোষ, মো. আসাদুর রহমান, রতন কান্তি দে, আকরাম হোসেন সুমন, শিমুল চন্দ্র দাস, জিয়া উদ্দিন, এএসআই মো. ফয়েজ আহমদ, এএসআই অনুপ কুমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

Scroll to Top