পটিয়ায় সৌদিয়া ও ঈগল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ৪০

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার নয়াহাট গ্যাসপাম্পের সামনে সৌদিয়া ও ঈগল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির দুটি বাস মুখোমুখি ধাক্কা খেলে ঘটনাস্থলেই চিৎকার-চেঁচামেচি ও হুড়োহুড়ি পড়ে যায়। এতে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে এসে আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। গুরুতর কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top