চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়া উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় দু’জনকে আটক করা হয়।
সোমবার (২৬ জানুয়ারি) ভোররাতে উপজেলার ধলঘাট এলাকায় পটিয়া সেনা ক্যাম্পের একটি দল অভিযানটি পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার মেজর আফজাল মাহমুদ।
সেনা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র মজুদের অভিযোগে ধলঘাট এলাকার শানু (৫২) নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে অভিযান চালানো হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শানু পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্থল থেকে মো. মুরাদ হাশেমী (৩৫) ও মো. শহীদুল ইসলাম (৫৪) নামে দু’জনকে আটক করা হয়। পরে আটককৃতদের বসতঘরে তল্লাশি চালিয়ে ৯টি দা ও ৬টি ছুরি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রসহ আটক দু’জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





