পটিয়ায় সন্ত্রাসী হামলার শিকার হাইদগাঁও স্কুলের প্রধান শিক্ষক

পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলা হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দে স্কুলে যাওয়ার সময় রাস্তার মধ্যে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে উপজেলার বিওসি রোডের ফইল্যাতলী রাস্তার মাথা এলাকায় এ হামলা চালানো হয়।

ঘটনার পর শ্যামল দে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে হামলাকারীদের শাস্তির দাবি জানান।

প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে জানান, ডাকবাংলো মোড় থেকে একটি রিজার্ভ সিএনজি অটোরিকশা নিয়ে বিদ্যালয়ের পথে রওনা হলে কয়েকজন ব্যক্তি তাকে অনুসরণ করে। পথিমধ্যে পূর্বপরিকল্পিতভাবে ৭-৮ জন যুবক তার গাড়ি আটকায় এবং তাকে মারধর করে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় হামলাকারীদের একজন কোমর থেকে অস্ত্র বের করতে চাইলে তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে সড়কে চলাচলরত আরেকটি সিএনজি অটোরিকশায় উঠে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার পর পর শিক্ষকদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে ১২ টার সময় স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে এবং স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান বলেন, প্রধান শিক্ষকের ওপর হামলার বিষয়টি আমি অবগত হয়েছি। ইতোমধ্যে পুলিশ ও সেনাবাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। এর আগেও ভুক্তভোগী সাধারণ ডায়েরি করেছিলেন। সেই জিডির প্রেক্ষিতেই নিয়মিত মামলা হবে। হামলাকারীদের সনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করে যাচ্ছে।

চাটগাঁ নিউজ/পিবলু/এমকেএন

Scroll to Top