পটিয়ায় রাতের আঁধারে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে রাতের আঁধারে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নেতাকর্মীরা সংগঠনটির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১২টা ১ মিনিটে একটি বাড়ির ছাদে কেক কেটে এ আয়োজন সম্পন্ন হয়। সংগঠনের নেতাকর্মীরা এ সময় নানা স্লোগান দেয়।-এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন সংগঠনটির কয়েকজন নেতাকর্মী।

গত ৫ আগস্টের পর ছাত্রলীগের অনেক নেতাকর্মী গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান।

এ প্রসঙ্গে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে টহল জোরদার করে। তবে, গোপনে একটি ছাদের উপর এমন আয়োজন করার বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

স্থানীয়দের ধারণা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতেই রাতে এমন ‘গোপন’ আয়োজন করা হয়েছে। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top