পটিয়ায় যাত্রীবাহী বাস উল্টে আহত ৮

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত আটজন আহত হয়েছেন।

বুধবার (৬ আগস্ট) সকাল ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট থানাধীন মহিরা মাদ্রাসার পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বাসটি পটিয়া থেকে চট্টগ্রাম শহরের উদ্দেশে যাচ্ছিল। এতে বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানের স্টাফরা ছিলেন। বাসটি উল্টে গেলে অনেক যাত্রী আহত হন। আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় আহত আটজন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাঁরা হলেন মাহফুজ আলম (৩৪), মো. ইলিয়াস (৪২), মো. মন্তাজ (৩২), শাহ আলম (৩৫), আলী আহমেদ (৭০), রাজিব দে (৩৪), মহিউদ্দিন (৪০) ও অমিত দে (২০)। এর মধ্যে শাহ আলম, আলী আহমেদ, মহিউদ্দিন, অমিত দে ও মাহফুজ আলমকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সাদিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনার শিকার বাসটি পটিয়া থেকে চট্টগ্রাম নগরে যাচ্ছিল। আরেকটি বাসের ধাক্কায় এটি রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ কাউকে পায়নি। তবে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top