পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় মধ্যরাতে ৪ দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় চোরের দল প্রায় ৫লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
শনিবার (৩০ নভেম্বর) গভীর রাতে উপজেলার ছনহরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে দক্ষিন ছনহরা গ্রামের সিদ্দিকীয়া মসজিদ মার্কেটে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে রবিবার সকালে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, উপজেলার ছনহরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে দক্ষিন ছনহরা গ্রামের সিদ্দিকীয়া মসজিদ মার্কেটে টিপুর হযরত লাল শাহ্ বুড়া মিজ্জির দোকানে ঢুকে ৩০ টি গ্যাসের বোতল, নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। নুর হোসেন সওদাগরের দোকানে ঢুকে হজে যাওয়ার জন্য রাখা প্রায় দেড় লাখ টাকা ও মুদির দোকানের প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। বাবুলের চায়ের দোকানে ঢুকে প্রায় ১০ হাজার টাকার মালামাল ও রাজু দাশের দোকানে ঢুকে স্বর্ণের চেইনসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
পটিয়া থানার এসআই অঞ্জন দে জানান, ঘটনাস্থলে গিয়ে ৪ টি দোকানে চুরির ঘটনা পাওয়া গেছে। ক্ষতিগ্রস্থরা এখনো লিখিত অভিযোগ করে নি। আমরা এ ঘটনা খতিয়ে দেখছি।
চাটগাঁ নিউজ/জেএইচ