পটিয়া প্রতিনিধি : জেলার পটিয়া তাহেরা বেগম নামে এক ভূয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার (০৯ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার শান্তিরহাট এলাকায় চট্টগ্রাম জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে পটিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস।
অভিযানের সময় ডাক্তারের সনদ ব্যতীত ডাক্তার পদবী ব্যবহার করে রোগী দেখা ও মেডিকেল প্রেসক্রিপশন প্রদান করায় তাহেরা বেগমকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর এক লাখ টাকা জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করেন-নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস।
অভিযানকালে পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডাঃ সাজ্জাদ ওসমান, পটিয়া স্যানিটারি ইন্সপেকশন অফিসার মোঃ শাহে আলম, পটিয়া মডেল থানা পুলিশের প্রতিনিধি ও এনএসআই, চট্টগ্রাম জেলা কার্যালয়ের একটি টীম উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/ওবায়দুল/এসআইএস