পটিয়ায় বীর মুক্তিযোদ্ধা রফিক আহমদ স্মরণে শোকসভা

চাটগাঁ নিউজ ডেস্ক: পটিয়া ক্লাবের সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিক আহমদ-এর স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর)পটিয়া ক্লাব হল মিলনায়তনে এ শোকসভা আয়োজন করে বীর মুক্তিযোদ্ধা রফিক আহমদ স্মৃতি পরিষদ। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সামশুল আলম, বীর বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ জিরি, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, শিশু সংগঠক আবুল ফজল বাবুল, আবচার উদ্দীন, কামরুল হাসান, আনোয়ার হোসেন ও মুজিবুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোজাম্মেল হক এরশাদ।

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা রফিক আহমদ ছিলেন একজন নীতিবান, দেশপ্রেমী মানুষ। তাঁর দেশপ্রেমের আদর্শ আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top