পড়া হয়েছে: ৬৯
চাটগাঁ নিউজ ডেস্ক: পটিয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে কার্তিক শীল (২৫) নামের এক সেলুন কর্মচারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের কালিয়াইশ গ্রামের শীল পাড়ার প্রিয় লাল শীলের পুত্র বলে জানা গেছে। শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কার্তিক শীলের বন্ধু আদনান সামী জানান, সকাল সাড়ে ১০টার দিকে কার্তিক ঘরের পাশে একটি টিনের ছালার উপর উঠে গাছের পাতা পরিস্কার করছিল। এ সময় পল্লী বিদ্যুৎতের তারের সাথে লেগে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
এ সময় পরিবারের সদস্যরা তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মু. নাজমুন নুর জানান, এ বিষয়ে আমরা কোন খবর পাইনি। তবে খবর নিয়ে দেখছি।
চাটগাঁ নিউজ/জেএইচ