পটিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ইয়াসিন সওদাগর কালু নামে এক মোটসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ইয়াসিন সওদাগর কালু শান্তির হাটের ব্যবসায়ী বলে জানা গেছে।

শনিবার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে মহসড়কের পটিয়া মনসা হাসপাতাল সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সৌদিয়া পরিবহনের বাসটি ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই ইয়াসিন সওদাগর কালু মারা যান।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top