চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার এক বন্ধু গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পটিয়া বাইপাস এলাকার ইন্দ্রপুলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. ইমন (২৪)। তিনি চন্দনাইশ উপজেলার কঞ্চননগর এলাকার বাসিন্দা। আহত যুবক নয়ন (২০), একই এলাকার মো. জসিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইমন ও নয়ন পরস্পরের বন্ধু। তারা মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে পটিয়া বাইপাস এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ইমন ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত নয়নকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ বিষয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মো. হারুনুর রশিদ বলেন, দুর্ঘটনার খবর তিনি তাৎক্ষণিকভাবে পাননি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন






