পটিয়ায় বাসা বাড়িতে মশার কয়েল থেকে আগুন

পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ড সুচক্রদন্ডী মমতা আবাসিক এলাকায় ইছাক মঞ্জিলে ৩য় তলায় মশার কয়েল থেকে লাগা আগুনে বাসার ভিতরে থাকা আসবাবপত্র পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১২ আগস্ট) রাত ৮ সয়ম মুন্সেফ বাজারের পিছনে অবস্থিত মমতা আবাসিক এলাকার মামুনের ভাড়া বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের টিম লিডার তপন বড়ুয়া বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমার ঘটনাস্থলে গিয়ে সঠিক জাগায় পানি মেরে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে ঘরের ভিতের থাকা আসবাবপত্র পুড়ে যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুন লাগতে পারে। সময়মত ফায়ার সার্ভিসের টিম আসার কারণে তেমন বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

চাটগাঁ নিউজ/পিবলু/এমকেএন

Scroll to Top