পটিয়ায় ফুলকলির পরিবেশ দূষণের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় ফুলকলির কারখানার দূষিত বর্জ্য পরিশোধন না করেই সরাসরি খালের পানিতে ফেলায় পরিবেশকে দূষণ করছে প্রতিনিয়ত। এর প্রতিকার চেয়ে মানববন্ধন করেছেন স্থানীয় জনগণ।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিলও বের করা হয়।

বক্তারা বলেন, ফুলকলির দূষিত বর্জ্য পরিশোধন না করেই সরাসরি নাখাইন সার্জেন্ট মহি আলম খালের পানিতে ফেলা হয়। এতে পানি দূষিত হয়ে দুর্গন্ধ ও রোগ জীবাণু ছড়াচ্ছে। ফুলকলির ইটিপি প্ল্যান্ট থাকলেও সেটা সচল থাকে না। ইটিপি পরিচালনার জন্য একজন ইঞ্জিনিয়ারের বাধ্যবাধকতা থাকলেও তাদের কোনো ইঞ্জিনিয়ার নেই।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, এলাকার কথিত চাঁদাবাজদের ম্যানেজ করেই ফুলকলি তাদের পরিবেশবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। যার কারণে পুকুরে মাছ চাষ হচ্ছে না। এলাকার কৃষিজমিতে চাষাবাদ হচ্ছে না।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য দেন যুবনেতা ওহিদুল আলম, বিএনপি নেতা আবু বক্কর, মুহাম্মদ কুদ্দুস, ছাত্র প্রতিনিধি শওকত হোসাইন, সালাউদ্দিন চৌধুরী, আমির হোসেন, মাঈনুদ্দীন, শাহেদ, রাকিব, মাহবুব উল্লাহ, আবু সিদ্দিক প্রমুখ।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top