চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় সড়ক ও ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির করে ব্যবসা পরিচালনা ও অনুমোদনবিহীন স্থাপনা নির্মাণ করায় ১৫টি প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) পৌরসভার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান বলেন, অভিযানে সড়ক ও ফুটপাতে দোকানের মালামাল ও ভবন নির্মাণ সামগ্রী রাখা, অনুমোদিত নকশা ছাড়া স্থাপনা নির্মাণ এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের অপরাধে ১৫ ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি অপরাধ সংশ্লিষ্ট মালামাল জব্দ করে পটিয়া পৌরসভা কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছে।
তিনি আরও বলেন, পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও পৌরসভার নিয়ম ভঙ্গ করে কেউ ব্যবসা বা নির্মাণকাজ করতে পারবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন