পটিয়ায় পৃথক তিন ঘটনায় প্রাণ গেল তিন জনের

পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় পৃথক তিনটি দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন বৃদ্ধ, এক শিশু এবং একজন অজ্ঞাত যুবক রয়েছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) পৃথক তিনটি দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়।

প্রথম ঘটনাটি ঘটে সকালে ৭টার দিকে ধলঘাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঈশ্বরখাইন গ্রামে। সেখানে বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় কাজী জাফর আহমেদ (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। তিনি মৃত দানু মিয়ার ছেলে।

দ্বিতীয় ঘটনাটি ঘটে সকাল সাড়ে ১১টার দিকে পটিয়া পৌর সদরের কাগজী পাড়া এলাকায়। বোয়ালখালী উপজেলার কানুনগো পাড়া এলাকার আব্দুর রহিমের মেয়ে হাবিবা আক্তার (৭) খালার বাড়িতে বেড়াতে এসে রিকশার চাপায় গুরুতর আহত হয়। তাকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

তৃতীয় ঘটনা ঘটে সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফুলকলি ফ্যাক্টরির পাশে। সেখান থেকে এক অজ্ঞাত যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ব্রাহ্মণবাড়িয়া সদরের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিন রোভার স্কাউট সদস্য।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সাইমুনা জাহান পিংকি জানান, তিনজনকেই হাসপাতালে আনা হলে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

এই বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরজ্জমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছেছে। বিষয় গুলো কতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাটগাঁ নিউজ/পিবলু/এমকেএন

Scroll to Top