চাটগাঁ নিউজ ডেস্ক : পটিয়ায় কোরবানির জন্য এক লাখ ৪৪ হাজার টাকা দিয়ে কেনা মহিষের হামলায় চারজন আহত ও একটি বাইসাইকেল ভেঙে চুরমার করার ঘটনাও ঘটেছে।
শনিবার (১৫ জুন) পটিয়া পৌরসদরের তালতলা চৌকিস্থ ঈসমাইল ভাইস চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে। এ পাগলা মহিষের হামলায় মো. আবু তৈয়ব সোহেল, সজিব, মো. সোহেলসহ চারজন আহত হয়।
এদিকে, আহমদ নুর নামের একজন কাঠ মিস্ত্রির একটি বাইসাইকেল ভেঙে ফেলে এ মহিষ।
মহিষের মালিক মো. আবু তৈয়ব সোহেল জানান, এ মহিষের সাথে বাজারে আরও কয়েকটি মহিষ ছিল। হয়তো দল ছুট হওয়ায় মহিষ এক ধরনের ক্ষ্যাপা হয়ে উঠেছে। আজ দুইদিন ধরে কোন খাবার দাবার না খেয়ে মানুষ দেখলেই তেড়ে যাচ্ছে। বাজার থেকে আনার পথেও ডান্ডা বেড়ি পরিয়ে আনা হয়েছে।
তিনি বলেন, দুইদিন ধরে যেখানে বাঁধা ছিল, সেখানেই রাখা আছে। খাওয়ার বলতে কিছুই খাচ্ছে না। দূর থেকে খাওয়ার ছুড়ে মারা ও মাথায় পানি ঢেলেও কোন কাজ হচ্ছে না।
চাটগাঁ নিউজ/এসএ