পটিয়ায় পলাতক মাদক ব্যবসায়ী হঠাৎ থানায় এসে আত্মসমর্পণ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় মাদক মামলার এক পলাতক আসামি দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর হঠাৎ করেই থানায় হাজির হয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তার নাম সমীর সরদার (৫০)।

পুলিশ সূত্রে জানা গেছে, সমীর সরদার পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের পেঁচিয়ে পাড়া এলাকার বাসিন্দা এবং ভোলা সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে এবং তিনি একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।

পটিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, সোমবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে সমীর সরদার নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার সেকেন্ড অফিসার এসআই আসাদ বলেন, দুপুরে সমীর সরদার থানায় এসে নিজ থেকে ধরা দেন। আমরা তাকে আদালতে সোপর্দ করেছি।
এ ধরনের আত্মসমর্পণের ঘটনা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top