পটিয়ায় নৌকা ও ঈগল সমর্থকদের মুখোমুখি অবস্থান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে তত দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের মাঝে উত্তেজনা বেড়েই চলছে। কোথাও কোথাও ঘটছে সংঘর্ষের ঘটনাও।

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম -১২ পটিয়া আসনে দক্ষিণ ভূর্ষি সবুজসঙ্গ দূর্গাবাড়ি এলাকায় নির্বাচনী প্রচারণার সময় নৌকার মনোনীত প্রার্থী মোতাহেরুলের সমর্থকদের সাথে বর্তমান এমপি ও ঈগল প্রতীকের প্রার্থী শামসুল হক চৌধুরীর সমর্থকদের মুখোমুখি অবস্থান ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আজ শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার দক্ষিণ ভূর্ষি দূর্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় উভয় পক্ষের কর্মী সমর্থকরা পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে। উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা ও মারমুখী অবস্থার সৃষ্টি হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উত্তেজনা থামিয়ে দেয়।

জানা যায়, ঈগল প্রতীকের স্বতন্ত্র পার্থী হুইপ সামশুল হক চৌধুরী কর্মী-সমর্থকদের নিয়ে প্রাচারণাকালে বেশ কয়জন নৌকার কর্মী-সমর্থকরা জড়ো হয়ে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে। মুহুর্তে ঈগল প্রতীকের কর্মী সমর্থকরাও পাল্টা স্লোগান শুরু করে। এর জের ধরেই মূলত উভয় পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়।

পরে স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরী তার কর্মী ও সমর্থকদের নিয়ে পুনরায় গণসংযোগ শুরু করেন।

Scroll to Top