পড়া হয়েছে: ৩৫
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় গ্রিনলাইনের একটি বাস গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসতঘরে ঢুকে পড়ে । এতে আহত হয়েছে চালক। তবে কোনো যাত্রী ছিলো না গাড়িটিতে।
আজ মঙ্গলবার (২৫ জুন) সকাল সাড়ে ৮ টায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীর সূত্রের বরাত দিয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক তৌফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি খালি ছিলো। কোন যাত্রী ছিলো না। আনুমানিক সকাল সাড়ে ৮ টার দিকে কক্সবাজার থেকে শহরে ফিরছিলো বাসটি।
এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বসতভিটায় বাসটি ঢুকে পরে। তবে যাত্রী ছিলো না। সামন্য আহত হয়েছে চালক ও হেল্পার। গাড়ি উদ্ধারে এরই মধ্যে ক্রেন আনা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসআইএস