পটিয়ায় নারীর কম্বল মোড়ানো মরদেহ উদ্ধার

সিপ্লাস ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় অজ্ঞাতপরিচয় এক নারীর কম্বল মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, নিহত নারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিংবা বৌদ্ধ ধর্মাবলম্বী হতে পারে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার  গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাতে পটিয়া থানার ধলঘাট ইউনিয়নের মুকুটনাইট এলাকা থেকে ৩০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেও পরিচয় নিশ্চিত করা যায়নি। নিহত নারীর খুব সম্ভবত এনআইডি (জাতীয় পরিচয়পত্র) কার্ড ছিল না। তার কপালে, মুখে, গলায় আঘাতের চিহ্ন রয়েছে। সম্ভবত বৌদ্ধ ধর্মাবলম্বী কিংবা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পারে নিহত নারী।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Scroll to Top