পটিয়ায় ডেভিল হান্টে আ.লীগ নেতা গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে মো. হাবিবুর রহমান সুমন (৪০) নামে এক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে পটিয়া পৌর সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি পটিয়া পৌরসভার সুচক্রদন্ডী এলাকার মৃত আলাম নবীর ছেলে। হাবিবুর সুমন পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী হামলা মামলায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শুক্রবার আদালতে হাজির করা হবে।’

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top