পড়া হয়েছে: ৩৯
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের পটিয়ায় ট্রেনের ধাক্কায় ৭৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) ভোর সাড়ে ৬টার দিকে পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দরখীল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লায়লা বেগম চন্দনাইশ পৌরসভার পূর্ব জোয়ারা এলাকার চৌধুরীপাড়ার মৃত জহির আহমদ চৌধুরীর স্ত্রী।
স্থানীয়রা জানান, পটিয়া পৌরসভায় মেয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন লায়লা বেগম। সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম জানান, রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
চাটগাঁ নিউজ/এসএ