পটিয়ায় জুয়া খেলা সময় ৭ জুয়াড়ি গ্রেফতার

পটিয়ায় প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলা জিরি ইউনিয়ন জুয়া খেলার সময় ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।

রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে টার সময় জিরি ইউনিয়নের ৪নং ওয়ার্ড দক্ষিণ জিরি বাহারপাড়া মো. ইব্রাহিমের দোকান থেকে পটিয়া থানা পুলিশের অভিযানে জুয়া খেলারত অবস্থায় ৭ জুয়াড়িকে গ্রেফতার হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- মো. সাজ্জাদ (২০), আঃ আজিজ (৪২), মো. আনিছ (২৮), মো. ফরিদ (৪২), মো. জোবায়রুল ইসলাম (৩২), মো. কামাল উদ্দিন (২৬), মো. আব্দুল হামিদ (২৭)।

পটিয়া থানার ওসি নুরুজ্জামান জানান, উক্ত ঘটনায় আসামিদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় নন এফআইআর প্রসিকিউশন দাখিল পূর্বক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/পিবলু/এমকেএন

Scroll to Top