চাটগাঁ নিউজ ডেস্ক: পটিয়ায় জমির টপ সয়েল কাটার সময় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
এসময় মাটি কাটা কাজে ব্যবহৃত একটি ড্রাম ট্রাক অর্থদণ্ডের আওতায় এনে ট্রাকটি আসামী মঃ জামাল উদ্দীনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ সময় পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমানের মোবাইল কোর্টের অভিযানে অবৈধভাবে মাটা কাটায় জড়িত
মোবাইল কোর্টের অভিযানে মোঃ জামাল উদ্দীনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। আসামী জামাল উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বলির বাড়ির মৃত আবু সৈয়দ এর পুত্র।
আজ বুধবার সকালে পটিয়া থানাধীন রশিদাবাদ আব্দুল মোতালেব চৌধুরী জামে মসজিদ সংলগ্ন মালেকশাহ এর জমিতে অবৈধভাবে এ মাটি কাটায় অর্থদণ্ড আদায় করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান জানান, অবৈধভাবে জমির টপ সয়ল কেটে জমির উর্বরা শক্তি নষ্ট করা এবং রাস্তাঘাটের ক্ষতি করায় এক ব্যক্তিকে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জায়েদ মোঃ নাজমুন নুর বলেন, অবৈধভাবে কোন এলাকায় মাটি কাটলেই অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন