চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম পটিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের কেচিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. শহীদ (৩৩) গাইবান্ধার চণ্ডীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুন্দরগঞ্জ গ্রামের খাজা মিয়ার ছেলে। তিনি পটিয়ায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, যাত্রীবেশে অটোরিকশায় উঠে দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের কেচিয়াপাড়ায় এলাকায় যাওয়ার পর দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে। চালক শহীদ বাধা দিলে পেটে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, নিহত অটোরিকশা চালকের লাশ চমেক মর্গে রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
চাটগাঁ নিউজ/এমকেএন